নিউজ ডেস্ক || দক্ষিণ ত্রিপুরার জনগণের জন্য সুখবর! শিয়ালদহ-সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন থেকে জোলাইবাড়ি এবং বিলোনিয়া স্টেশনেও থামবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই দুটি স্টেশনে ট্রেনটি স্টপেজ দেবে। এই সিদ্ধান্তে খুশির হাওয়া দক্ষিণ ত্রিপুরার জনগণের মধ্যে।
২০২৪ সালের জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই বিলোনিয়ায় স্টপেজের জন্য দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের তরফে। সেই দাবি পূরণের পাশাপাশি জোলাইবাড়িতেও স্টপেজ যুক্ত হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বসিত। তবে, এর মধ্যেই মনুবাজারের বাসিন্দারা তাদের স্টেশনেও স্টপেজের দাবি তুলেছেন। দক্ষিণ ত্রিপুরার অন্যতম যাত্রীবহুল স্টেশন মনুবাজার, যেখানে জোলাইবাড়ির তুলনায় অনেক বেশি যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেন। সাব্রুম, বিলোনিয়া এবং মনুবাজার—এই তিনটি স্টেশনই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রেল কেন্দ্র হিসেবে পরিচিত।
মনুবাজারের বাসিন্দারা জানিয়েছেন, যদি এই স্টেশনেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়, তবে দক্ষিণ ত্রিপুরার যাত্রীদের কোনো দুর্ভোগ থাকবে না। অন্যথায়, জোলাইবাড়ি ও বিলোনিয়ার যাত্রীরা উপকৃত হলেও মনুবাজারের জনগণের অসুবিধা অব্যাহত থাকবে।
এদিকে, এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “জোলাইবাড়ি ও বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। এর ফলে ছাত্র-ছাত্রী, প্রবীণ, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের বিশেষ সুবিধা হবে।”
মনুবাজারে স্টপেজের দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্থানীয়দের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ। এই নতুন স্টপেজ দক্ষিণ ত্রিপুরার রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও, মনুবাজারের দাবি পূরণই হবে এই অঞ্চলের জন্য পূর্ণাঙ্গ সমাধান।