নিউজ ডেস্ক || কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হামলায় নিহত ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের স্মৃতিতে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মনগর মন্ডলের উদ্যোগে আজ এক প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। ধর্মনগর মহকুমার কালিদিঘির পূর্বপাড় সংলগ্ন রাস্তায় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, “গত ২২ এপ্রিল কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা বর্বরোচিত হামলা চালায়। এতে ২৬ জন ভারতীয় নাগরিক প্রাণ হারান। এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদে আমরা আজ ধর্মনগরে এই অনশন কর্মসূচির আয়োজন করেছি।”
তিনি আরও জানান, পাকিস্তান বারবার ভারতের অর্থনীতি, সামাজিক স্থিতি ও শান্তি বিনষ্ট করার চক্রান্ত করে আসছে। অতীতেও সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। এই প্রতীকী অনশনের মাধ্যমে সেই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে।
বিশ্ববন্ধু সেন আরও উল্লেখ করেন, এর আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৌন মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, “আমরা ন্যায়, নীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
এই কর্মসূচির মাধ্যমে ধর্মনগরের জনগণ কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা দিয়েছে।