নিউজ ডেস্ক || কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, মোদী সরকারের ঐক্যবদ্ধ নীতির ফলে জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদ চিরতরে বিদায় নিয়েছে।
হুরিয়তের দু’টি সংগঠন—জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট এবং ডেমোক্র্যাটিক পলিটিক্যাল মুভমেন্ট—বিচ্ছিন্নতাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে।
অমিত শাহ বলেন, “ভারতের ঐক্যকে শক্তিশালী করার এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। আমি আহ্বান জানাই, এই ধরণের সমস্ত গোষ্ঠী এগিয়ে আসুক এবং চিরতরে বিচ্ছিন্নতাবাদ ত্যাগ করুক।” এই পদক্ষেপ ভারতের ঐক্য ও অখণ্ডতার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।