নিউজ ডেস্ক || ত্রিপুরার মন্ত্রিসভার নতুন সদস্য কিশোর বর্মণকে তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ, ১১ জুলাই, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা তাঁকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন (রাজনৈতিক) দফতরের দায়িত্ব অর্পণ করেছেন। এই মর্মে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
গত ৩ জুলাই কিশোর বর্মণ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী আজ তাঁকে এই তিনটি দফতরের দায়িত্ব বণ্টন করেন, যা এতদিন মুখ্যমন্ত্রীর নিজের তত্ত্বাবধানে ছিল। এই তিনটি দফতরই রাজ্যের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শপথ গ্রহণের পর কিশোর বর্মণ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে যে দায়িত্বই দেবেন, তিনি তা পূর্ণ নিষ্ঠা ও গুরুত্ব সহকারে পালন করবেন। সম্প্রতি রথ উৎসবে অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি এখন রাজ্যের উন্নয়ন ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রস্তুত।