নিউজ ডেস্ক || ত্রিপুরার আমবাসা বিধানসভা কেন্দ্রের কুলাই এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন। মথা এবং বিজেপি দল ছেড়ে ৪টি পরিবারের মোট ২১ জন ভোটার একযোগে জাতীয় কংগ্রেস দলে যোগ দিয়েছেন। বৃহস্পতি বার এক জমকালো অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল, জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, কংগ্রেস নেতা মানিক দেব, মানিক ভট্টাচার্য্য, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, “মানুষের মধ্যে বিজেপি এবং মথা দলের প্রতি আস্থাহীনতা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য একমাত্র কংগ্রেসই প্রকৃত লড়াই চালিয়ে যাচ্ছে।” তিনি নবাগতদের স্বাগত জানিয়ে দলের প্রতি তাঁদের আনুগত্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।