নিউজ ডেস্ক || কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব-সহ সংঘের কর্মীবৃন্দ। সম্মেলনে কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব গৃহীত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিধায়ক সুশান্ত দেব জানান, সরকার কৃষকদের জন্য নানা সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করছে। তিনি বলেন, “কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ কৃষকদের নতুন প্রকল্প ও সুবিধা সম্পর্কে সচেতন করতে নিরলস কাজ করে চলেছে। আমাদের একমাত্র লক্ষ্য, কৃষকরা যেন কোনো সমস্যায় না পড়েন এবং দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়।”
তিনি আরও উল্লেখ করেন, গত ২৫ বছর ধরে রাজ্যে চলে আসা হয়রানির সংস্কৃতি থেকে ২০১৮ সালে রাজ্যবাসী বেরিয়ে এসেছে। বর্তমান সরকার ইতিবাচক মানসিকতা নিয়ে উন্নয়নের কাজে মনোনিবেশ করলেও, কিছু কর্মচারী এখনও পুরোনো মানসিকতা আঁকড়ে ধরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
সম্মেলনে কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য গৃহীত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবগুলো কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সম্মেলন কৃষি উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিশা দেখিয়েছে, যা রাজ্যের কৃষক সম্প্রদায়ের জন্য আশার আলো জাগিয়েছে।