নিউজ ডেস্ক || ২০২০-২১ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলার বটতলায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং নতুন করে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সভার প্রধান বক্তা সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় কমিটির অফিস সম্পাদক অসিত মন্ডল অভিযোগ করেন, তিনটি কালো কৃষি আইন প্রত্যাহারের পর কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনগত গ্যারান্টি, বিদ্যুৎ (সংশোধনী) আইন-২০২০ প্রত্যাহার, সার-বীজ-কীটনাশকের মূল্যবৃদ্ধি রোধ, সেচের বিদ্যুৎ ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ—এ সব দাবি আজও উপেক্ষিত।”
অসিত মন্ডল আরও জানান, ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা এবং ৬০ বছরের ঊর্ধ্বে কৃষক-ক্ষেতমজুরদের পেনশনের দাবিও পূরণ হয়নি। তিনি সতর্ক করেন যে, কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণের নামে সরকার যে নতুন আইন আনতে চাইছে, তা কৃষকদের জন্য আরও বিপজ্জনক হতে পারে।
“দাবি আদায়ের জন্য দেশজুড়ে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সব কৃষক ও ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হতে হবে,” আহ্বান জানান তিনি।
সভা পরিচালনা করেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আজ সারা দেশের রাজ্য রাজধানীগুলিতে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। কৃষক নেতারা জানিয়েছেন, প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কর্মসূচি ২০২১-এর দিল্লি আন্দোলনের ধারাবাহিকতা এবং কৃষকদের দীর্ঘমেয়াদি দাবি আদায়ের নতুন পর্বের সূচনা বলে মনে করা হচ্ছে।


