নিউজ ডেস্ক || নির্বাচন কমিশন এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছে যে, আগামী উপনির্বাচনে কোভিড-১৯ এ আক্রান্ত বা সন্দেহভাজন ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই বিশেষ ব্যবস্থা পাঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট, গুজরাটের কাড়ি ও বিসাবদর, কেরালার নীলাম্বুর এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রযোজ্য হবে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, এই সুবিধা পেতে ভোটারদের তাদের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যের অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণিত করতে হবে। পাশাপাশি, নির্বাচনী অফিসাররা তাদের আবেদনের সত্যতা যাচাই করবেন, যাতে প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ থাকে।
এই চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। নির্বাচন কমিশনের এই উদ্যোগ কোভিড-আক্রান্ত ভোটারদের নিরাপদে ভোটদানের সুযোগ করে দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে।