নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভায় আজকের অধিবেশনে বিধায়ক বিরজিৎ সিনহার দৃষ্টি আকর্ষণী প্রশ্নের উত্তরে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, ত্রিপুরা রাজ্যে থাকা ৯১৯ টি খাস সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত করার উদ্যোগে কাজ চালাচ্ছে বর্তমান সরকার।
ত্রিপুরা ওয়াকফ বোর্ডের তথ্য অনুসারে, রাজ্যে মোট ১৮৯৯ টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে মসজিদ- ৬০২ টি, কবরস্থান- ৯২০ টি, ইদগাহ- ৫৫ টি, দরগাহ- ৫টি, পিরস্থান- ৪৭ টি, মকতব/মাদ্রাসা- ৫৭ টি এবং জমি ও পুকুরসহ অন্যান্য সম্পত্তি ২১৩ টি রয়েছে। ৯৮০ টি সম্পত্তি ওয়াকফের নামে বা মোতাওয়ালির নামে নথিভুক্ত হলেও ৯১৯ টি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। ১৯৬০ এবং ১৯৮০ সালে সম্পন্ন জরিপের সময় এগুলিকে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হলেও সেসময় সরকার এগুলিকে ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার পদক্ষেপ নেয়নি।
বর্তমানে অবৈধ দখল মুক্ত করতে এবং সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার জন্য ত্রিপুরা ভুমি রাজস্ব আইনসহ অন্যান্য প্রচলিত আইনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় সংখ্যালঘু কল্যাণ দপ্তর।