নিউজ ডেস্ক ।। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) প্রশাসনের মূল ফটকের সামনে স্থাপিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি গভীর রাতে দুষ্কৃতিকারীদের হাতে ভেঙে চুরমার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে খুমলুঙ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজমাতা বিভো কুমারী দেবীর উদ্যোগে TTAADC প্রশাসনের মূল ফটকের সামনে এই মূর্তি স্থাপিত হয়েছিল। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। তবে এই মূর্তি ভাঙার ঘটনা এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাহলে কি পাহাড়ের জনজাতি সম্প্রদায় মহারাজা বিদ্যুৎ কিশোর দেববর্মার প্রতি সমর্থন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাধাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। TTAADC-র জন্ম জয়নগর জারুল বাঁচাই এলাকার এমডিসি গনেশ দেববর্মা সহ মথা দলের নেতৃবৃন্দ দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গনেশ দেববর্মা বলেন, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মহারাজা বীর বিক্রম আমাদের ঐতিহ্যের প্রতীক। দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এলাকার জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।