নিউজ ডেস্ক || প্রায় দুই মাস পর আজ সকালে খোলা হয়েছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের ১৬টি প্রনামী বাক্স ও সিন্দুক। গোমতী জেলার এই ঐতিহ্যবাহী মন্দিরে প্রাপ্ত প্রনামীতে শুধু ভারতীয় মুদ্রাই নয়, পাওয়া গেছে মার্কিন ডলার, কুয়েতের দিনার, নেপালি মুদ্রা এবং বাংলাদেশের টাকাও। এই বৈচিত্র্যময় মুদ্রা প্রাপ্তি মন্দিরের আন্তর্জাতিক জনপ্রিয়তা ও ভক্তদের গভীর ভক্তির প্রমাণ বহন করে।
প্রনামী গণনার জন্য গোমতী জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম) অফিস থেকে ১৬ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। সকাল থেকে শুরু হওয়া গণনার কাজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছে দলটি। কড়া নিরাপত্তার মধ্যে মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হচ্ছে এই প্রক্রিয়া।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অর্থ মন্দিরের সংস্কার, পূজা-পার্বণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে। ত্রিপুরা সুন্দরী দেবীর প্রতি দেশ-বিদেশের ভক্তদের অটুট বিশ্বাস এবং ভালোবাসার ফলেই এমন প্রনামী প্রাপ্তি সম্ভব হয়েছে। বিদেশি মুদ্রার উপস্থিতি এও প্রমাণ করে যে, এই মন্দির ক্রমশ আন্তর্জাতিক তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্ব অর্জন করছে।
ভক্তদের এই অগাধ ভক্তি ও মন্দিরের ক্রমবর্ধমান খ্যাতি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আরও উজ্জ্বল করে তুলছে।