নিউজ ডেস্ক || শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও গুণগত করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রচেষ্টা এখন তুঙ্গে। এই উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে শনিবার রাজ্যের সমাজকল্যাণ ও শিক্ষাবিষয়ক মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন করলেন গণ্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। তিনি জগবন্ধু পাড়া হাই স্কুল এবং গণ্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মন খুলে কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে মেঝেতে বসে তাদের দৈনন্দিন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। একজন উচ্চপদস্থ প্রতিনিধি হয়েও তিনি শিক্ষার্থীদের কাছে আপনজনের মতো পাশে দাঁড়ান, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে। শিক্ষার পরিকাঠামো আধুনিকীকরণে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “শিক্ষা হবে যুগোপযোগী এবং প্রত্যেক শিশুর কাছে পৌঁছবে—এটাই আমাদের লক্ষ্য।”
গণ্ডাছড়ার মতো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।