নিউজ ডেস্ক || আমতলী থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আজ সকালে ওএনজিসি ফাস্ট গেট সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানে গাড়ির চালককেও আটক করা হয়েছে। সাব ইন্সপেক্টর মৃণাল পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃণাল পাল জানান, গোপন সূত্র থেকে খবর আসে যে একটি গাড়িতে গাঁজা মধুপুরের উদ্দেশে পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান শুরু করে। অভিযানের আঁচ পেয়ে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। পুলিশের চোখে ধুলো দেওয়ার উদ্দেশ্যে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর সময় ওএনজিসি ফাস্ট গেট এলাকায় গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।
আটক চালকের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্রের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।