নিউজ ডেস্ক || আজ সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মন্দির ও বাড়িতে ধুমধামে পালিত হয়েছে অন্নকূট উৎসব। আগরতলা শহরের ইসকন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব উদযাপিত হয়েছে।
ইসকন মন্দিরে গোবর্ধন পূজার আয়োজক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, এই উৎসব ভাগবত পুরাণের সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে, যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবনের গ্রামবাসীদের মুষলধারে বৃষ্টি থেকে রক্ষা করতে গোবর্ধন পাহাড় তুলে ধরেছিলেন। এই দিনটি ইন্দ্রের বিরুদ্ধে কৃষ্ণের বিজয়ের স্মরণে উদযাপিত হয়।
অন্নকূট উৎসব, যা গোবর্ধন পূজা নামেও পরিচিত, এই দিনে ভক্তরা গোবর্ধন পাহাড়ের আকারে খাবারের স্তূপ তৈরি করে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেন। পরে এই খাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ইসকন মন্দিরের আয়োজক আরও জানান, এই উৎসব উপলক্ষে সন্ধ্যায় ভক্তদের জন্য প্রদীপ দানের বিশেষ আয়োজন করা হয়েছে, যা ভক্তিময় পরিবেশে উৎসবের উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে।
আগরতলার জগন্নাথ জিউ মন্দিরেও একইভাবে ভক্তরা উৎসাহের সঙ্গে অন্নকূট উৎসব পালন করেছেন। এই উৎসবের মধ্য দিয়ে ভক্তরা ভগবান কৃষ্ণের প্রতি তাদের অগাধ ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


