অপসারণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তিপরা মথার যুব সংগঠনের
নিউজ ডেস্ক || গোমতী জেলা শাসকের অফিস চত্বরে সোমবার সকাল থেকেই উত্তেজনার আবহ। জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হয় তিপরা মথার যুব সংগঠন *ওয়াই টি এফ (YTF)*। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।
বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। একইসঙ্গে জেলার অন্যান্য সরকারি অফিসগুলিতেও তালা লাগানোর কর্মসূচি নেয় YTF।
জানা গেছে, ২৬ মে তিপরা মথার প্রধান *প্রদ্যোত কিশোর দেববর্মণ*-এর সঙ্গে “অভব্য আচরণ” করেন গোমতীর জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। এর প্রতিবাদে পরদিনই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও জেলা শাসকের অপসারণ দাবি করে YTF। সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটি।
মথার এক যুব নেতা বলেন, “বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার বিষয় YTF দেখবে না। আমাদের প্রশ্ন, জেলা শাসক কেন প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে দেখা করেননি? তার জবাব চাই।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তিপরা মথাকে দুর্বল ভাবার চেষ্টা হলে আগামীদিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
গোটা ঘটনায় প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী