নিউজ ডেস্ক ।। আসন্ন ঈদুল আজহা উৎসবকে কেন্দ্র করে গো-হত্যা বন্ধের দাবিতে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার সংগঠনের কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।
বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান, আগামী ৭ জুন মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা উৎসব। তবে, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গো-মাতা পবিত্র এবং পূজনীয়। সনাতন ধর্মে গবাদি পশুর ধর্মীয় গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, “গো-মাতাকে আমরা পূজা করি, কিন্তু আজ গো-হত্যা করা হচ্ছে। এটি আমাদের ধর্মীয় ভাবনার উপর আঘাত। তাই আমরা ঈদ উৎসবে গো-হত্যা বন্ধের দাবি জানাচ্ছি।”
বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। এই ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে, এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে।