ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, আমানত বৃদ্ধি ১০০৬৬ কোটি টাকা
নিউজ ডেস্ক || ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে ব্যবসায়িক ক্ষেত্রে দুর্দান্ত প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকের মোট ব্যবসা ১৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে গত অর্থবছরের ১২৩৯৮.৫৫ কোটি টাকা থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ১৪০৮৫.১৪ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া, আমানতের পরিমাণ ১৪.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ৮৮০০.৮১ কোটি টাকা থেকে ২০২৫ সালে ১০০৬৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই তথ্য আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।
১৯৭৬ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডারদের মধ্যে ভারত সরকারের ৫০ শতাংশ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৩৫ শতাংশ এবং ত্রিপুরা সরকারের ১৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় আগরতলায় অবস্থিত। ত্রিপুরার আটটি জেলায় ব্যাংকের ১৫০টি শাখা, ১২টি ইউএসবি এবং তিনটি আঞ্চলিক কার্যালয়—আগরতলা (পশ্চিম ত্রিপুরা), উদয়পুর (দক্ষিণ ত্রিপুরা) এবং কৈলাসহর (উত্তর ত্রিপুরা)—কার্যক্রম পরিচালনা করছে।
সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা ব্যাংকের পারফরম্যান্স তুলে ধরেন। তাঁরা জানান, ব্যাংকের সিডি অনুপাত এই অর্থবছরে কিছুটা কমেছে। ২০২৪ সালের ৩১ মার্চ এটি ছিল ৪০.৮৮ শতাংশ, যা ২০২৫ সালের ৩১ মার্চ কমে ৩৯.৯৩ শতাংশ হয়েছে। তবে, ব্যাংক তৃতীয় পক্ষের পণ্য বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য আয় অর্জন করেছে। পিএনবি, মেটলাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি এবং কেয়ারের মতো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে ব্যাংক ১.৭৫ কোটি টাকা কমিশন আয় করেছে।
গ্রামীণ ব্যাংকের এই অগ্রগতি ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকের ক্রমবর্ধমান সাফল্য গ্রামীণ অঞ্চলে আর্থিক সেবার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করছে।