নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্য সরকার ‘গ্রেটার আগরতলা’ নামে একটি বিশাল নগর উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তৈরি করছে, যা আগামী ২০ বছরের জন্য শহরের চাহিদার ভিত্তিতে পরিকল্পিত হবে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শনিবার জানিয়েছেন, এই মাস্টার প্ল্যানে মেট্রো রেল, মেডিকেল কলেজ, ওভারব্রিজ, রাস্তাঘাট এবং শিল্প এলাকার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে, সার্বিক বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেয়র জানিয়েছেন, পুর নিগমের ৫১টি ওয়ার্ড এবং ৪৯টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গ্রেটার আগরতলা গড়ার পরিকল্পনা রয়েছে।
মাস্টার প্ল্যানের প্রাথমিক খসড়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এটি নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় বিভাগীয় ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নীতিমালা প্রণয়ন শুরু হবে। পরবর্তী ধাপে মেট্রো রেলের রুট, ওভারব্রিজের স্থান, রাস্তাঘাট এবং শিল্পাঞ্চলের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে চূড়ান্ত মাস্টার প্ল্যান তৈরি করা হবে।
এই উচ্চাভিলাষী পরিকল্পনা আগরতলাকে একটি আধুনিক, সুসংগঠিত ও টেকসই নগর হিসেবে গঢ়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


