নিজস্ব প্রতিনিধি || বিশালগড় মহকুমাধীন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকার সরকারি ন্যায্য মূল্যের দোকানে বছরের পর বছর ধরে চলছে একই সমস্যা। ভোক্তারা ঘন্টার পর ঘন্টা তির্থের কাকের মতো বসে থাকলেও রেশন ডিলারের দেখা মেলে না। এই দোকানের বর্তমান ডিলার বেবি দেবনাথ এবং তাঁর স্বামী সুধাংশু দেবনাথের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
নিয়ম অনুযায়ী, রেশন দোকান খোলার সময় সকাল ৭টা হলেও বেশিরভাগ দিনই সকাল ৮টার আগে ডিলারের পাত্তা থাকে না। বিশেষ করে মঙ্গলবার ভোক্তারা দীর্ঘ সময় অপেক্ষা করলেও ডিলারের আগমনের কোনো লক্ষণ দেখা যায়নি। ফোনে যোগাযোগ করলে ডিলার জানান, রেশন সামগ্রী মেপে দেওয়ার জন্য নিযুক্ত কর্মচারী অসুস্থ, তাই দোকান খোলা হয়নি। এই ধরনের তুচ্ছ অজুহাতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অপেক্ষারত ভোক্তারা।
স্থানীয়দের অভিযোগ, সুধাংশু দেবনাথ একসময় কট্টর বামপন্থী নেতা ছিলেন। কিন্তু সরকার পাল্টে যাওয়ার পর তিনি বিজেপির ট্যাগ লাগিয়ে নেন। এরপর থেকেই রেশন দোকান পরিচালনায় তাঁদের গড়িমসি ও ইচ্ছামতো আচরণ বেড়ে গেছে। প্রায়শই ডিলার বা তাঁর স্বামী শারীরিক অসুস্থতার অজুহাতে দোকান বন্ধ রাখেন। কখনো ডিলারের শরীর খারাপ, কখনো কর্মচারীর অসুস্থতার কথা বলে ভোক্তাদের হয়রানি করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এক ভোক্তা। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে আমরা কোথায় যাব? রেশন আমাদের অধিকার, কিন্তু প্রতিনিয়ত আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে।” স্থানীয়রা প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।