নিউজ ডেস্ক || দীর্ঘ প্রতীক্ষার অবসান! নয় মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে বিচ্ছিন্ন হয় স্পেস এক্সের ড্রাগন যান। যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লোরিডার উপকূলে এটি অবতরণ করবে। ভারতের ঘড়িতে তখন বুধবার ভোর সাড়ে ৩টে।
২০২৩ সালের জুন মাসে মাত্র আট দিনের মিশন নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। তাঁদের বাহন বোয়িং স্টারলাইনার-এ ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি, যার ফলে তাঁরা নির্ধারিত সময়ের বদলে মহাকাশে আটকে পড়েন দীর্ঘ নয় মাস।
তাঁদের ফিরিয়ে আনতে নাসা একাধিকবার চেষ্টা করেও নিরাপত্তাজনিত কারণে সফল হয়নি। অবশেষে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাঁদের পৃথিবীতে ফেরানো হচ্ছে।
সুনীতাদের বদলে ISS-এ দায়িত্ব নিতে ইতিমধ্যেই পৌঁছেছে নতুন মহাকাশচারীদের একটি দল। রবিবার সকালে সেখানে পৌঁছান নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের টাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। তাঁদের কাছে ISS-এর দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীতারা বাড়ির পথে।
সারা বিশ্বের মতোই ভারতের মানুষ, বিশেষ করে ত্রিপুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুনীতা উইলিয়ামসের ঘরে ফেরার জন্য। তাঁর এই মহাকাশ মিশন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নতুন গর্বের মুহূর্ত তৈরি করেছে।
সব ঠিক থাকলে, কয়েক ঘণ্টার মধ্যেই সফল অবতরণ করবে ড্রাগন ক্যাপসুল, আর নয় মাস পর আবারও পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী বুচ উইলমোর।