সাইবার প্রতারণার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চড়িলাম আরডি সাব-ডিভিশনের এসডিও রাজীব দেবনাথ
নিউজ ডেস্ক || সাইবার প্রতারণার কবলে পড়েছিলেন চড়িলাম আরডি সাব-ডিভিশনের এসডিও রাজীব দেবনাথ। তবে তৎপরতা ও সময়োচিত পদক্ষেপের কারণে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন।
রাজীব দেবনাথ জানান, গত ৪ সেপ্টেম্বর তার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি এপিকে (APK) ফাইল আসে। অজান্তে তিনি জানতেন না যে এটি একটি ক্ষতিকর ফাইল, যা সাইবার প্রতারক ও হ্যাকাররা প্রেরণ করে। ভুলবশত তিনি ফাইলটিতে ক্লিক করেন। এরপর ৭ সেপ্টেম্বর তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায় এবং একটি বার্তা আসে যে তার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে ব্যবহৃত হচ্ছে।
ঘটনার পর তিনি তৎক্ষণাৎ বিশালগড় আরডি-র এসডিও অভিজিৎ চক্রবর্তীকে জানান এবং গ্রুপে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার অনুরোধ করেন। অভিজিৎ তৎক্ষণাৎ গ্রুপে এই বার্তা পৌঁছে দেন। এরপর রাজীব দেবনাথ তার বড় মেয়েকে নিয়ে আগরতলার এডি নগর সাইবার ক্রাইম থানায় যান এবং ঘটনার বিস্তারিত জানান। সেখানে জিডি এন্ট্রি করা হয়।
সাইবার ক্রাইম থানার একজন ইন্সপেক্টর তিন ঘণ্টা ধরে নিরলসভাবে কাজ করে রাজীব দেবনাথের ইমেইল থেকে মেটা-তে হ্যাকিংয়ের বিষয়ে রিপোর্ট পাঠান। অবশেষে তিন ঘণ্টার প্রচেষ্টায় তার হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা সম্ভব হয়। হোয়াটসঅ্যাপ চালু হওয়ার পর তিনি দেখেন তার গুগল পে, ফোন পে সহ অন্যান্য আর্থিক অ্যাকাউন্টগুলো অক্ষত রয়েছে। প্রতারকরা তার অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ হাতিয়ে নিতে পারেনি। এজন্য তিনি সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টরকে ধন্যবাদ জানান।
এই ঘটনার পর সমাজের প্রতি একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন এসডিও রাজীব দেবনাথ। তিনি বলেন, “কেউ যেন এপিকে ফাইলে ক্লিক না করেন। এই ধরনের ফাইল ক্লিক করলে গুগল পে বা অন্যান্য আর্থিক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যেতে পারে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারকরা নিত্যনতুন কৌশল নিয়ে মানুষের সর্বনাশ করার চেষ্টা করছে। তাই হোয়াটসঅ্যাপে কোনো সন্দেহজনক ফাইল ক্লিক না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
এই ঘটনায় রাজীব দেবনাথের অফিসের সহকর্মী, বন্ধুবান্ধব ও স্টাফরা হতবাক। তারা সকলেই বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন এসডিও রাজীব দেবনাথ। তবে এই ঘটনা আমাদের সকলকে সাইবার নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছে।