নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ‘দুর্দান্ত ফলাফল’ নিশ্চিত করে দিয়েছেন। রামনগর ও বাগাহা আসনের বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিলের লক্ষ্যে চম্পারণের বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জনগণের উচ্ছ্বাস থেকে স্পষ্ট যে বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। তারা উন্নয়ন চায়, যা শুধু বিজেপিই দিতে পারে।”
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জোর দিয়ে বলেন, “আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। এই সভার উপস্থিতি নিজেই সাক্ষ্য দিচ্ছে।” বিহার বিধানসভায় ২৪৩টি আসনের নির্বাচন ৬ ও ১১ নভেম্বর দুই ধাপে অনুষ্ঠিত হবে, ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। তিনি নিশ্চিতভাবে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সঙ্গে আছেন। চম্পারণের ৯টি আসনে বিজেপি সব জয়ী হবে। বিহারে এবারের ফলাফল খুব ভালো হবে।”
চম্পারণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই জানেন, এখানেই মহাত্মা গান্ধী সত্যাগ্রহ শুরু করেছিলেন। ত্রিপুরাতেও আমরা বিহার দিবস উদযাপন করি। আমাদের রাজ্যে অনেক বিহারবাসী বাস করেন। আমি পাটনার ডেন্টাল মেডিকেল কলেজে ৫ বছর কাটিয়েছি, তাই মনে হয় বাড়িতেই ফিরে এসেছি। বিহার ভারতের আত্মা—অনেক প্রতিভা এখান থেকে উঠেছে।” তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে এসেছেন বলে জানিয়ে বলেন, “চম্পারণে ৯ আসনে বিজেপি জয়লাভ করবে।”
ত্রিপুরার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে ডাঃ সাহা বলেন, “২০১৮-এ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সিপিএমের শাসন থেকে মুক্ত হয়ে ত্রিপুরা সন্ত্রাসমুক্ত হয়েছে। সব সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করেছে—এসব সম্ভব হয়েছে শুধু মোদির কারণে।” এখন ত্রিপুরা উন্নয়নের পথে এগোচ্ছে। প্রধানমন্ত্রীর ‘হিরা মডেল’—হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ে—সব দিয়েছেন।
বিহারের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “বিহারের কৃষকরা কেন্দ্রীয় প্রকল্প থেকে উপকৃত। গত কয়েক বছরে বিহার ব্যাপক উন্নয়ন দেখেছে, এবং ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লালূ প্রসাদ যাদবের জঙ্গলরাজ আর ফিরবে না—জনগণ মেনে নেবে না। উন্নয়নের নিশ্চয়তা শুধু বিজেপি দিতে পারে। সকাল সকাল ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়ী করুন।”
জনসভায় উচ্ছ্বসিত জনতা মুখ্যমন্ত্রীর বক্তব্যে দাপটে উঠে তালি দিয়ে সাড়া দিয়েছে। বিজেপির এই আশ্বাস বিহার রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে।


