নিউজ ডেস্ক || আগরতলার চাঁনমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুদের পরিবার যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আজ সকালে এলাকায় ছুটে যান সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জানা গেছে, চাঁনমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ১১ বছর বয়সী ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং ৯ বছর বয়সী মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথ গতকাল বাড়ির পাশে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ছোট গর্তে ডুবে মৃত্যুবরণ করেন। তাঁদের মৃতদেহ গর্ত থেকে ভেসে ওঠার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
আজ সকালে জিতেন্দ্র চৌধুরী মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করতে চাঁনমারি এলাকায় যান। কিন্তু তিনি জানতে পারেন, শিশুদের মা-বাবা ইতিমধ্যেই জিরানিয়ায় নিজেদের বাসভবনে চলে গেছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রশাসনের কাছে আমার আবেদন।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে, জিতেন্দ্র চৌধুরীর এই উদ্যোগ পরিবারের জন্য সহায়তার পথ সুগম করতে পারে বলে আশা করা হচ্ছে।