নিউজ ডেস্ক || চানমারিতে শিশু মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর তরফে ঘোষিত আর্থিক সহায়তার প্রশংসা করেছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তবে, তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, বিগত বছরের অনুরূপ ঘটনাগুলিতেও যেন সমান সহানুভূতি ও সহায়তা প্রদান করা হয়।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন চৌধুরী বলেন, চানমারির ঘটনায় শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে, তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর জুন মাসে মোহনপুর সাব-ডিভিশনের রামসুন্দর পাড়ায় দুটি শিশু এবং সাবরুমের কালাঢেপায় ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই পরিবারগুলো এখনো সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, “চানমারির শিশুর পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো হয়েছে, তেমনি রামসুন্দর পাড়া ও কালাঢেপার পরিবারগুলোর জন্যও আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন।” এই দাবি তুলে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে তিনি অনুরোধ করেছেন, সব শিশু মৃত্যুর ঘটনাকে সমান গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার যেন সহায়তার হাত বাড়িয়ে দেয়।
জিতেন চৌধুরীর এই বক্তব্য ও পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।