নিজস্ব প্রতিনিধি ৷৷ চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মঙ্গলবার দুপুর দুইটার সময় দ্বাদশ শ্রেণীর শ্রেণিকক্ষে ছাত্র সুকান্ত দেবনাথকে বেধড়ক মারধর করেন তার সহপাঠী বিশাল বৈষ্ণব। মারধরের পর সুকান্ত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে বিদ্যালয়ের মাঠে নিজের স্কুল ড্রেস খুলে ফেলেন এবং বই ভর্তি ব্যাগ মাটিতে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলেন, তিনি আর বিদ্যালয়ে আসবেন না।
অন্যান্য ছাত্রদের অভিযোগ, বিশাল বৈষ্ণব এলাকাবাসী ও শিক্ষকদের সামনে দাবি করেছেন, সুকান্ত ক্লাসে উচ্চস্বরে কথা বলায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল, তাই তিনি তাকে মারধর করেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার কয়েকজন বিদ্যালয়ে ছুটে গিয়ে শিক্ষক জয়দীপ সেন চৌধুরী ও শর্মিষ্ঠা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। শিক্ষকরা জানান, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে ৬৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে, যাদের মধ্যে কিছু ছাত্রের আচরণ অত্যন্ত খারাপ। তারা শিক্ষকদের প্রতি সম্মান দেখায় না এবং নিয়ম-শৃঙ্খলা মানতে চায় না। কয়েকদিন আগেও একটি মারপিটের ঘটনায় একজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি কুমার দেববর্মা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বিদ্যালয়টি দ্বাদশ শ্রেণীতে উন্নীত হওয়ার পর থেকে সমস্যা বেড়েছে। কেউ কেউ প্রধান শিক্ষকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন, বলছেন তিনি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় পরিচালনার জন্য উপযুক্ত নন।
এলাকাবাসীর একাংশ শিক্ষকদের পরামর্শ দিয়েছেন, যারা নিয়ম-শৃঙ্খলা মানছে না, তাদের তালিকা তৈরি করে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হোক। এতে ছাত্ররা বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলার গুরুত্ব বুঝতে পারবে।
এই ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।