নিজস্ব প্রতিনিধি || বিদ্যালয় পরিদর্শকের অধীনে চেছুড়িমাই হায়ার সেকেন্ডারি স্কুলে মিড ডে মিল নিয়ে দীর্ঘদিনের অভিযোগের সত্যতা প্রকাশ পেয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রদত্ত মিড ডে মিলে তরকারির পরিমাণ এতই কম যে, তা ‘বিন্দুতে সিন্ধু’র মতো। ভাতের সঙ্গে দেওয়া অতি সামান্য তরকারির কারণে ছাত্রছাত্রীদের খাবার খেতে অসুবিধা হয় বলে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন এলাকাবাসী।
বুধবার দুপুরে মিড ডে মিল পরিদর্শনে গিয়ে এই অভিযোগের সত্যতা মেলে। পরিদর্শনকালে দেখা যায়, শিক্ষার্থীদের প্লেটে ভাতের তুলনায় তরকারির পরিমাণ নগণ্য। এ বিষয়ে মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষক প্রণব কুমার রায়কে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি নাকি অন্য একটি স্কুল পরিদর্শনে গেছেন। তবে একজন জিটি শিক্ষক কীভাবে অন্য স্কুল পরিদর্শনে যান, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা স্কুলের দুই মহিলা কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা কী করব? শিক্ষক যা উপকরণ দেন, আমরা তাই দিয়ে রান্না করি।” তাদের বক্তব্যে স্পষ্ট, তরকারির অপ্রতুলতার জন্য তারা দায়ী নন।এলাকাবাসী ও অভিভাবকরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন। মিড ডে মিলের মান উন্নত করতে এবং দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এই ঘটনা শিক্ষার্থীদের পুষ্টির প্রতি অবহেলার একটি গুরুতর উদাহরণ। স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।