নিজস্ব প্রতিনিধি || রাজধানীর ঐতিহ্যবাহী চৈত্র মেলার ভিটি বণ্টন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পুর নিগমের বণ্টন ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়নি, যার ফলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বুধবার পুর নিগম ঘেরাও করেন এবং সুষ্ঠু বণ্টনের দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
মেয়র জানান, এবছর প্রায় ৩০০ জন ব্যবসায়ীকে চৈত্র মেলায় দোকান স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। পুর নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ভিটি বণ্টন করা হবে, এবং দালালদের মাধ্যমে প্রভাবিত না হওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।
শকুন্তলা রোড এলাকায় প্রায় ৩ শতাধিক ব্যবসায়ীকে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে, এবং বুধবার মোট ৪৭৫টি ফর্ম বিলি করা হয়েছে। পুর নিগম গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনামূল্যে ব্যবসার সুযোগ দিয়ে আসছে।
মেয়র দীপক মজুমদার আশাবাদী, চৈত্র মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে।