নিজস্ব প্রতিনিধি || মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক চৌদ্দ দেবতা মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত চৌদ্দ দেবতা মেলার শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। মাঘী পূর্ণিমার দিন অনুষ্ঠিত এই মেলা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক পরিবেশ ও পর্যটন বিকাশেরও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এই মেলার ঐতিহ্য বহু পুরোনো। প্রতি বছর অগণিত পুণ্যার্থী এখানে সমবেত হন। সরকার মেলা আয়োজনে সব রকম সহযোগিতা করে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মহকুমা শাসক প্রদীপ সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেলা উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে মন্দির সংলগ্ন এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে ভক্ত ও পর্যটকদের জন্য আরও সুবিধা নিশ্চিত করা যায়।
ঐতিহ্য ও আস্থার প্রতীক এই চৌদ্দ দেবতা মেলা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি উত্তর ত্রিপুরার পর্যটন বিকাশেও এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।