নিউজ ডেস্ক || কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) আজ দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে ছাত্রীদের আধিপত্য আরও একবার স্পষ্ট। এবছর ৯১ শতাংশেরও বেশি ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা ছেলেদের তুলনায় ৫.৯৫ শতাংশ বেশি। বিশেষভাবে উল্লেখযোগ্য, ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছে।
চলতি শিক্ষাবর্ষে মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষার্থী এই বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল। সামগ্রিকভাবে ৮৮.৩৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের তুলনায় ০.৪১ শতাংশ বেশি। এই ফলাফল শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের প্রতিফলন।
সিবিএসই জানিয়েছে, ফলাফল cbse.gov.in, results.nic.in এবং results.digilocker.gov.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য মার্কশিট ও সার্টিফিকেট ডিজিলকারসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সহজেই ডাউনলোড করা যাবে।
এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহের জোয়ার বইছে। সিবিএসই-এর এই ফলাফল শিক্ষাক্ষেত্রে লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।