নিজস্ব প্রতিনিধি || উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের নয়দ্রোন খেলার মাঠ সংলগ্ন জঙ্গল থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে এক অপ্রাপ্তবয়স্ক মহিলা তার গৃহপালিত ছাগল নিয়ে জঙ্গলে গেলে হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এগিয়ে গিয়ে তিনি সদ্যোজাত শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত বাড়ির লোকজনকে খবর দেন। গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডঃ মনোজিৎ ভৌমিক শিশুটির প্রাথমিক চিকিৎসা করেন এবং জানান, এটি একটি কন্যা শিশু।
ধারণা করা হচ্ছে, কন্যা সন্তান জন্মের কারণে সমাজের একাংশের পুরনো মানসিকতার ফলে শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আধুনিক সমাজে দাঁড়িয়েও এমন অমানবিক ঘটনা মনকে নাড়া দিয়েছে।
পরবর্তীতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং শিশুটির যথাযথ সুরক্ষার দায়িত্বও নিয়েছে।
এই ঘটনার পর সমাজে কন্যা সন্তান নিয়ে প্রচলিত কুসংস্কার ও মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। নবজাতকটির নিরাপত্তা ও সুস্থ ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে গোটা সমাজ।