নিউজ ডেস্ক || সিপিআইএম সদর কমিটির উদ্যোগে আজ মেলারমাঠ এলাকায় এক সংগ্রাম তহবিল সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে পার্টির নেতৃত্বরা মেলারমাঠ থেকে কামান চৌমুহনী পর্যন্ত বিভিন্ন দোকান থেকে অর্থ সংগ্রহ করেন।
পার্টির নেতা রতন দাস এদিন বলেন, “সিপিআইএম সবসময় জনগণের স্বার্থে, জনগণের টাকায় লড়াই করে। সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, এই কর্মসূচি জনগণের সঙ্গে পার্টির সংযোগ আরও জোরদার করার একটি অঙ্গ।
এই তহবিল সংগ্রহ কর্মসূচি স্থানীয় দোকানদার ও জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিপিআইএম-এর এই উদ্যোগ জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে।


