নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে “এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা” শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। জনজাতিদের সার্বিক উন্নয়ন এবং সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এই আলোচনায় বিশদভাবে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ জনজাতি নেতৃত্বরা। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক প্রকল্পের ওপর আলোকপাত করেন এবং জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, এই আলোচনা চক্রটি রাজ্যস্তরে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে জেলা ও মন্ডল স্তরেও জনজাতি নেতৃত্বের মাধ্যমে এটি সম্পন্ন করা হবে।