নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসন্ন ভিলেজ কমিটি এবং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আজ আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে দলের জনজাতি মোর্চার একটি সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, এই বৈঠকের মূল লক্ষ্য ছিল জনজাতি সম্প্রদায়ের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা এবং দল ও সরকার কীভাবে যৌথভাবে এই সমস্যার সমাধান করতে পারে তা খুঁজে বের করা। তিনি বলেন, “আমরা জনজাতি সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চাই। এই বৈঠকটি আমরা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করছিলাম এবং আজ তা বাস্তবায়িত হয়েছে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় ত্রিপুরা সরকার জনজাতি কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, “আমরা জনজাতি সমাজের প্রতিটি কোণে পৌঁছাতে এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডাঃ সাহা বলেন, “ভিলেজ কমিটি হোক বা এডিসি নির্বাচন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে আজকের বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচন নয়, বরং জনগণের সেবা এবং তাদের সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা-আসাম সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা সহ জেলা ও মণ্ডল স্তরের জনজাতি মোর্চার কার্যকর্তারা।