নিউজ ডেস্ক || আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার সাথে রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের একটি প্রতিনিধি দল সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলে ত্রিপুরা, রিয়াং, মগ এবং মুরাসিং সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমাজপতিগণ ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং জনজাতি সম্প্রদায়ের জীবিকা সংক্রান্ত তাদের গভীর জ্ঞান ও অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এই আলোচনায় জনজাতি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়। সমাজপতিগণ তাদের সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করেন, এবং মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোর উপর গভীরভাবে চর্চা করেন। এই ধরনের আলোচনা জনজাতি সমাজের উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
এই বৈঠক ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের সাথে রাজ্য সরকারের সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।