নিজস্ব প্রতিনিধি || জম্পুইজলা বাজার এলাকায় সম্প্রতি আত্মসমর্পণকারী জাতীয় মুক্তি ফ্রন্ট অফ ত্রিপুরা (NLFT) এবং রয়েল ভুটিয়া আর্মি (RBA) গোষ্ঠীর প্রাক্তন সদস্যরা একটি মিছিল ও সভার আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NLFT-এর প্রেসিডেন্ট বিশ্বমোহন দেববর্মা, উৎপল দেববর্মা সহ গোষ্ঠীর অন্যান্য নেতৃস্থানীয় সদস্যরা। বৌখুরুই কমিউনিটি হলে আয়োজিত এই সভায় প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করেন।
জানা গেছে, বিগত কয়েক মাস পূর্বে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার উদ্যোগে NLFT ও RBA জঙ্গিগোষ্ঠী অস্ত্রশস্ত্র সমর্পণ করে মূলধারায় ফিরে আসেন। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে রাজ্যে শান্তির বার্তা ফিরে আসে, এবং রাজ্য সরকার আত্মসমর্পণকারীদের জন্য আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের মতো একাধিক সুযোগ-সুবিধা প্রদান করেছে।
তবে, হঠাৎ করে জম্পুইজলা বাজারে এই মিছিল ও সভার আয়োজন নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা তাদের সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হারিয়েছিলেন। সদস্যদের বিভিন্ন সমস্যা, যেমন পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি, সরকারি সুযোগ-সুবিধার বাস্তবায়ন এবং সামাজিক মূলধারায় পুনঃসংযোজনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য এই মিছিল ও সভার আয়োজন করা হয়।
বিশ্বমোহন দেববর্মা বলেন, “আমরা শান্তির পথে ফিরে এসেছি এবং সমাজের অংশ হতে চাই। তবে আমাদের সদস্যদের কিছু সমস্যা এখনও সমাধানের অপেক্ষায় রয়েছে। আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এগুলোর সমাধান চাই।” উৎপল দেববর্মাও একইভাবে জানান, এই সভা কোনো বিরোধ বা অশান্তি সৃষ্টির জন্য নয়, বরং তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য।
রাজ্য সরকারের একটি সূত্র জানিয়েছে, সরকার প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সমস্যা সমাধানে কাজ করছে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জম্পুইজলার এই মিছিল ও সভাকে স্থানীয়রা শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জোরদার করবে।