নিজস্ব প্রতিনিধি || অন্যান্য বছরের মতো এবছরও রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তের সমাগম দেখা গেছে। চৈত্র মাসে অনুষ্ঠিত এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত, যা হিন্দু ও বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব।
প্রসঙ্গত, আশ্বিন মাসে দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও, চৈত্র মাসের এই পূজা তার নিজস্ব ঐতিহ্য বহন করে। বৃহস্পতিবার বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়, এবং মহাসপ্তমীতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল ছিল মহাঅষ্টমী। পুরোহিত জানিয়েছেন, সরকারি উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দুর্গাবাড়িতে এই ঐতিহ্যবাহী পূজা নিয়ম-নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হচ্ছে।
শুধু দুর্গাবাড়িতেই নয়, রাজ্যের বিভিন্ন ক্লাবেও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে কোথাও কোনো ঘাটতি পরিলক্ষিত হয়নি। ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে আগরতলাসহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে।