নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ প্রজ্ঞাভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস ২০২৫ এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি শিশুদের শৈশব থেকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার উপর জোর দেন, বিশেষ করে দাঁতের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, “জানার শেষ নেই, শিক্ষারও শেষ নেই। দন্ত চিকিৎসকদের অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিজেদের সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।” তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করে জানান, দিল্লির এইমসের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। মেডিক্যাল ও জিবিপি হাসপাতালের শয্যা সংখ্যা ৭২৭ থেকে ১৪১৩-এ উন্নীত হয়েছে। এছাড়া, ২০২ কোটি টাকা ব্যয়ে নতুন ডেন্টাল কলেজ ভবন নির্মিত হচ্ছে এবং এমবিবিএস, পিজি ও বিডিএস কোর্সের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশুদের জন্য ‘সুস্থ শৈশব সুস্থ কৈশোর’ অভিযানে ১০ লক্ষ ৫৯ হাজার শিশু-কিশোর অন্তর্ভুক্ত হয়েছে এবং চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সঙ্গে বিনামূল্যে হার্ট চিকিৎসার মউ স্বাক্ষরিত।
স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে বলেন, বিগত তিন বছরে স্বাস্থ্য পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. পার্থ রায় চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের স্মরণিকা উন্মোচন করেন, ডা. গৌরাঙ্গ চক্রবর্তীকে সংবর্ধিত করেন এবং একজন টিবি মুক্ত রোগীকে ডায়েট কিট প্রদান করেন।
এই অনুষ্ঠান রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দিকে ইঙ্গিত করে, যা ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা প্রকল্পের পথ প্রশস্ত করবে এবং শিশু স্বাস্থ্যের উপর জাতীয় স্তরে গুরুত্ব বাড়াবে।


