নিজস্ব প্রতিনিধি || চলতি বছরের ৪ থেকে ৯ মার্চ ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রাজ্যদল পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। এ লক্ষ্যে শনিবার ইন্দ্রনগরের আইটিআই মাঠে এক নির্বাচনি শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রায় ৫০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হবে রাজ্যদল, যা অংশ নেবে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে। রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই শিবির থেকে যোগ্য এবং প্রতিশ্রুতিশীল অ্যাথলেটদের বেছে নিয়ে জাতীয় পর্যায়ে রাজ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
এবারের জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসর ঘিরে রাজ্যের অ্যাথলেটদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচিত অ্যাথলেটরা ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি জোরদার করতে শুরু করেছেন, যাতে জাতীয় মঞ্চে সেরা পারফর্ম্যান্স দিতে পারেন।