নিউজ ডেস্ক || জাতীয় শিক্ষানীতি দ্রুত ১০০ শতাংশ বাস্তবায়নের জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে আয়োজিত একদিনের সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী কিশোর বর্মণ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২০ সালে গৃহীত জাতীয় শিক্ষানীতির লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার আওতায় আনা। এই নীতির মাধ্যমে মাধ্যমিক স্তর পর্যন্ত কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো সমাজ, রাজ্য বা দেশের উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি প্রণয়ন করেছে।”
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের এই সেমিনারের উদ্দেশ্য ছিল জাতীয় শিক্ষানীতির পর্যালোচনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা। এই উদ্যোগের জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, “এ ধরনের আলোচনা শিক্ষানীতির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই নীতি দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।