নিউজ ডেস্ক || জামাইষষ্ঠীর আমেজে মুখরিত রাজ্যের বাজার আগামী রবিবার জামাইষষ্ঠী। বাঙালির ঘরে ঘরে এই উৎসবের আয়োজন তুঙ্গে। ষষ্ঠী পুজোর পাশাপাশি ভুরিভোজের আয়োজনে মেতে ওঠে বাঙালি পরিবার। এই উৎসবের প্রভাব পড়েছে রাজ্যের বাজারগুলিতেও। শনিবার সকাল থেকেই বাজারে জামাইষষ্ঠীর পুজোর সরঞ্জামে সেজে উঠেছে দোকানগুলি। ফুল, দূর্বা, বেলপাতা, করমচা, মোঠা, বানা-সহ নানান পুজোর সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।
জনৈক দোকানি জানান, এবারের জামাইষষ্ঠীতে বিকিকিনি বেশ ভালোই চলছে। চাহিদার জোগান দিতে প্রতিবারের মতো এবারও সময়মতো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তারা। বাঙালিয়ানার এই উৎসবের আমেজে বাজারেও রমরমা। জামাইষষ্ঠীর এই জমজমাট আয়োজন বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।