নিউজ ডেস্ক || রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিএসটি কাঠামোর পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন জিএসটি কাঠামোর ঘোষণা করেছেন। এই নতুন দুই-স্তরের কর কাঠামোর ফলে দেশের সাধারণ নাগরিকরা যথেষ্ট উপকৃত হবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, জনসাধারণের স্বার্থসম্বলিত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর এক নতুন উদ্যোগ গ্রহণ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন জনগণের জীবনযাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। রাজ্যের তরফে তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।