নিজস্ব প্রতিনিধি || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৭ সালে চালু হওয়া সরলীকৃত পণ্য ও পরিষেবা কর (GST) ব্যবস্থার লক্ষ্যপূরণের পথে আরও এক ধাপ এগোল ত্রিপুরা সরকার। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জিএসটি সচেতনতা অভিযান এবং জিএসটি নলেজ সেন্টারের উদ্বোধন করেন। এই কর্মসূচির আয়োজন করেছিল রাজ্যের কর সংস্থা ও অর্থ দপ্তর।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা বিশিষ্ট করদাতাদের সম্মানিত করেন এবং কর বিভাগের উল্লেখযোগ্য কর্মকর্তাদের কৃতিত্বের স্বীকৃতি দেন। এছাড়াও, তিনি ‘মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন’ অভিযান চালু করেন, যা ভুয়ো জিএসটি রেজিস্ট্রেশন রোধে কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি নতুন জিএসটি লোগো উন্মোচন করেন এবং ‘কারসাথী’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেন, যা করদাতাদের জিএসটি সংক্রান্ত প্রশ্ন ও পরিষেবার সহজ সমাধান দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ, তথ্যপ্রযুক্তি, পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী শ্রী প্রনজিৎ সিংহ রায়, মুখ্যসচিব শ্রী জিতেন্দ্র কুমার সিংহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী তার ভাষণে কর কাঠামোকে আরও সহজ ও সুবিধাজনক করার ওপর জোর দেন, যা রাজ্যে শিল্পের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
ত্রিপুরা সরকার আধুনিক পরিকাঠামো ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে এক করদাতা-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ব্যবসায়ী ও ব্যক্তিগত করদাতারা সহজেই কর পরিশোধ করতে পারেন।