নিজস্ব প্রতিনিধি || জিবি মার্কেট এলাকায় ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযান নেতৃত্ব দিচ্ছেন ট্রাফিক অফিসার সুধাম্বিকা আর। মূলত অবৈধভাবে পার্ক করা গাড়ি, মোটরবাইক ও স্কুটারের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ট্রাফিক জ্যামের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
অফিসার সুধাম্বিকা আর জানান, এলোমেলোভাবে গাড়ি পার্ক করার কারণে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এবং বাজার এলাকার যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অভিযানের অংশ হিসেবে, অবৈধ পার্কিং করা গাড়ির মালিকদের নোটিশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক বিভাগ স্পষ্ট বার্তা দিয়েছে।
সুদাম্বিকা আর আরও জানান, এই অভিযানের মূল লক্ষ্য বাজার এলাকা যানজটমুক্ত রাখা এবং পথচারী ও গাড়িচালকদের জন্য রাস্তাগুলি সহজে চলাচলের উপযোগী করে তোলা। ট্রাফিক বিভাগ আগামী দিনগুলিতেও একই ধরনের অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। স্থানীয় চালকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে সঠিক পার্কিংয়ের অভ্যাস গড়ে তুলতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। এই অভিযান সকল গাড়ির মালিকদের জন্য একটি সতর্কবার্তা যে, দায়িত্বশীল পার্কিংই একটি স্বচ্ছন্দ ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে।