জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া: প্রধানমন্ত্রী মোদি ও অসমের মন্ত্রীর সমবেদনা
নিউজ ডেস্ক || জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যম এক্স-এ এক শোকবার্তায় লিখেছেন, “জনপ্রিয় গায়ক জুবিন গার্গের হঠাৎ প্রয়াণে মর্মাহত। সংগীত জগতে তাঁর সমৃদ্ধ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর গানে জীবনের নানা অনুভূতি প্রকাশ পেয়েছে, যা সকল শ্রেণির মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
এর আগে, অসমের মন্ত্রী অশোক সিংহল সামাজিক মাধ্যমে জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন দার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। অসম হারাল শুধু একটি কণ্ঠ নয়, বরং একটি হৃদস্পন্দন। তিনি শুধুমাত্র একজন গায়ক ছিলেন না, ছিলেন অসম এবং সমগ্র দেশের গর্ব। তাঁর গানে ফুটে উঠত আমাদের সংস্কৃতি, আবেগ এবং আত্মা।”
জুবিন গার্গ ১৯৭২ সালে মেঘালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল জুবিন বোরঠাকুর। ১৯৯০-এর দশকে তিনি নিজের গোত্র ‘গার্গ’ ব্যবহার করে মঞ্চনাম গ্রহণ করেন। ২০০৬ সালে হিন্দি চলচ্চিত্র ‘গ্যাংস্টার’-এ ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে তিনি জাতীয় খ্যাতি অর্জন করেন। এরপর ‘সুবহ সুবহ’, ‘ক্যা রাজ হ্যায়’-এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি।
জুবিন মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ও সংগীত জগতে কাজ করতেন। তবে তিনি ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসমের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর মৃত্যুতে সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। কোটি কোটি ভক্তের হৃদয়ে তিনি চিরকাল অমর থাকবেন।


