নিউজ ডেস্ক || গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরার বিভিন্ন এলাকা। আজ ওয়াইটিএফ (যুব তিপরা ফেডারেশন) কর্মীরা উদয়পুর এসডিএম অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কর্মসূচি রুখে দেওয়া যায়নি।
এছাড়াও, গোমতী জেলা শাসকের কার্যালয়েও তালা ঝুলাতে গিয়ে পুলিশের সঙ্গে তিপরা মথার যুব কর্মীদের ধস্তাধস্তি হয়। ফলে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
প্রসঙ্গত, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সঙ্গে গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার ‘অভব্য আচরণ’-এর অভিযোগ সামনে আসে। এর পরদিন মথার যুব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে জেলা শাসকের অপসারণের দাবি জানানো হয়।
সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ ওয়াইটিএফ ঘোষণা দেয়, গোমতী জেলার সব অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হবে।
এই ঘটনার জেরে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে জেলার বিভিন্ন অংশে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।