নিজস্ব প্রতিনিধি || স্কুল শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মধ্য ঘনিয়ামাড়া এস বি স্কুলের শিক্ষক কার্তিক দাস। সোমবার দুপুরে টাকারজলা-জম্পুইজলা সড়কের গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের কাছে রাবার বোঝাই একটি বোলেরো গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, জম্পুইজলা ব্লকের মধ্য ঘনিয়ামাড়া এস বি স্কুলের শিক্ষক কার্তিক দাস স্কুল শেষে নিজের স্কুটি নিয়ে সেকেরকোটের পাণ্ডবপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এমন সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা রাবার শীট বোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কার ফলে শিক্ষক কার্তিক দাস স্কুটি সমেত রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে গোলাঘাটি ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা আহত কার্তিক দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃত শিক্ষকের দেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা হাসপাতালে ছুটে আসেন। এদিকে, গোলাঘাটি ফাঁড়ির পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত ও আটক করতে তদন্ত শুরু করেছে। বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা এবং মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমে ঘটনার বিস্তারিত জানান।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।