বিশালগড় প্রতিনিধি || পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ রোজিনা আক্তারকে মারধরের অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মী ছাব্বির হোসেন ওরফে লিটন মজুমদারকে গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে বিশালগড় থানা ঘেরাও করেছেন আক্রান্ত মহিলার পরিবারের সদস্যরা। জানা গেছে, মঙ্গলবার পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে ঘনিয়ামাড়া পঞ্চায়েতের টিলা এলাকায় ছাব্বির হোসেন ও তার স্ত্রী মিলে রোজিনা আক্তারকে মাটিতে ফেলে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় রোজিনাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার পর বিশালগড় থানা পুলিশ অভিযুক্ত ছাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়, যার নম্বর ২৮/২০২৫ BLG। তবে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযুক্তকে জামিনে মুক্তি দেয়। এই খবর জানতে পেরে জিবিপি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা বিশালগড় থানার মূল ফটকের সামনে এসে বিক্ষোভ শুরু করেন এবং থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তকে ছেড়ে দিয়েছে।
এদিকে, বিক্ষোভের মাঝে রোজিনা আক্তার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন এবং আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এই ঘটনার জেরে থানা চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।