নিজস্ব প্রতিনিধি || ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল জাতীয় সড়ক অবরোধ করবে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। আজ এক সাংবাদিক সম্মেলনে টিএসএফ নেতৃত্ব জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার অনুমতির জন্য শিক্ষাদপ্তরে আবেদন জানানো হয়েছে। একাধিকবার মুখ্যমন্ত্রী, পর্ষদ সভাপতি এবং রাজ্যপালের কাছেও ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনের এক সদস্য জানান, পরীক্ষার্থীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, যা ককবরক ভাষাভাষী পরীক্ষার্থীদের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। আন্দোলনের গুরুত্ব তুলে ধরে, তিনি আরও জানান যে সমস্যার সমাধান না হওয়ায় সংগঠনের তরফে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। তাই এবার বৃহত্তর প্রতিবাদের পথে হেঁটে জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রতিবাদ আন্দোলন ককবরক ভাষার ভবিষ্যৎ রক্ষায় কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।