নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) এলাকায় জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রাজ্য সরকারের কাছে বারবার প্রস্তাব দেওয়া হলেও কোনো সহায়তা মেলেনি বলে গুরুতর অভিযোগ তুললেন তিপ্রা মথা সুপ্রিমো তথা রাজবংশের বংশধর প্রদ্যোত কিশোর দেববর্মন।
বুধবার অ্যাপোলো হসপিটালসের সৌজন্যে TTAADC-র জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার সংগীত-জলসার আয়োজন করছে, কিন্তু উপজাতি এলাকার মানুষের জরুরি প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সের জন্যও টাকা দিতে রাজি নয়।”
প্রদ্যোত আরও জানান, রাজ্য সরকারের এই উদাসীনতার মধ্যেই বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা অ্যাপোলো হসপিটালস এগিয়ে এসেছে। TTAADC এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখতে অ্যাপোলোর সঙ্গে ইতিমধ্যেই তিন বছর মেয়াদি চুক্তি সম্পন্ন হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।
তিপ্রা মথা নেতা প্রদ্যোতের এই অভিযোগ রাজ্যের শাসক দল বিজেপির সঙ্গে তাঁর দলের রাজনৈতিক দূরত্বকে আরও স্পষ্ট করে তুলল।


