নিউজ ডেস্ক || টুয়েপ প্রকল্পে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা, আসন্ন শারদ উৎসব উপলক্ষে টুয়েপ শ্রমিকদের জন্য ২৫ দিনের কাজের ব্যবস্থা সহ ১০ দফা দাবিতে CPIM কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে কৈলাসহর পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধরের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে।
ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর মোহিত লাল ধর, পার্টি নেতা বিশু দাস, কান্তি লাল দেব, সজল দেব এবং নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরও অনেকে। ডেপুটেশনের আগে দলীয় কর্মী-সমর্থকরা শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুর পরিষদে পৌঁছান। এরপর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
ডেপুটেশন প্রদানের পর বিশু দাস জানান, টুয়েপ প্রকল্পের পাশাপাশি পুর এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, বর্ধিত জলকর প্রত্যাহার, শহরের সমস্ত ড্রেন ও গলির রাস্তা সংস্কার, স্ট্রিট লাইট মেরামত, মিনি মার্কেটের আবর্জনা পরিষ্কার এবং প্রস্তাবিত বৈদ্যুতিক শ্মশান ঘাটের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। তিনি আরও জানান, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার এই দাবিগুলির প্রতি সহমত পোষণ করেছেন। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য CPIM-এর পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।